Wellcome to National Portal

তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বহির্বিভাগ শনিবার হতে বৃহস্পতিবার পর্যন্ত (সরকারী ছুটির দিন ব্যতীত) খোলা থাকে। স্বাস্থ্য কমপ্লেক্সে ইমার্জেন্সি (জরুরি) ও ইনডোর (অন্তঃবিভাগ) সেবা চালুর প্রক্রিয়া চলমান রয়েছে।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২০২২ খ্রিষ্টাব্দের ১৯ ফেব্রুয়ারী তারিখে মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি কর্তৃক উদ্বোধন করা হয়। এটি মূলত ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল।
প্রায় ৫ লক্ষাধিক জনগণের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগ করা হয়েছে প্রায় ১৫ জন দক্ষ চিকিৎসক, ৭ জন নার্স ও মিডওয়াইফ যারা অত্যন্ত যত্ন সহকারে সেবা দিয়ে যাচ্ছেন।  বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগ (আউটডোর) নিয়মিতভাবে চালু রয়েছে। প্রতিদিন প্রায় চার শতাধিক সেবাপ্রার্থী আউটডোরে অভিজ্ঞ চিকিৎসকদের সাক্ষাৎ গ্রহণপূর্বক  সেবা গ্রহণ করে থাকেন। চিকিৎসার পাশাপাশি মজুদ থাকা সাপেক্ষে ঔষধসমূহ বিনা মূল্যে প্রদান করা হচ্ছে। ৫ বছরের উর্ধ্বে কোভিড-১৯ টিকা প্রদান করা হচ্ছে। এনসিডি কর্নারে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট ও এজমা-সিওপিডি রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করছেন অভিজ্ঞ চিকিৎসকগণ। এছাড়াও ০-৫ বছর বয়সী শিশুদের আইএমসিআই কর্ণারে চিকিৎসা সেবা প্রদান, এএনসি কর্নারে প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা প্রদান এর পাশাপাশি হাসপাতালে আগত রোগী ও রোগীর লোকজনের স্বাস্থ্য, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা প্রদান এবং সক্ষম দম্পতির মধ্যে পরিবার পরিকল্পনা পরামর্শ, দম্পতি নির্ধারনে সহায়তা প্রদান করা হচ্ছে।  উপ-স্বাস্থ্য কেন্দ্র ও এফডব্লিউসি-হতে রেফারকৃত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি প্রয়োজনে জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজে রেফার করা হচ্ছে।

যক্ষ্মা এবং কালাজ্বর সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। গ্রামীণ জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে ৩৫ টি কমিউনিটি ক্লিনিক যথাযথ জনবল ও পর্যাপ্ত ঔষধ দিয়ে কার্যকর ভাবে চালু রয়েছে, যা গ্রামীণ জনগণের স্বাস্থ্য উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। তারাকান্দা উপজেলায় স্বাস্থ্য খাতের বিভিন্ন সূচকের অনলাইন রিপোর্টিং এর হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ই-হেলথ সার্ভিস ও টেলিমেডিসিন সেবা চালু করার চেষ্টা প্রক্রিয়াধীন রয়েছে। করোনা ভাইরাস প্যানডেমিক মোকাবেলার জন্য তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কোভিড-১৯ টিকাদান কার্যক্রম চলমান আছে। যথাশীঘ্র সম্ভব তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তঃবিভাগ ও জরুরি বিভাগ চালুর প্রক্রিয়া চলমান রয়েছে।