শিরোনাম
৫-১১ বছর বয়সীদের ফাইজার-বায়োএনটেক ১ম ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানে অনুসরণীয় সতর্কতা
বিস্তারিত
৫-১১ বছর বয়সীদের ফাইজার ১ম ডোজ টিকা প্রদানে সতর্কতা
টিকা প্রদানের পূর্বে নিম্নলিখিত প্রশ্নগুলো করতে হবে-
- -শরীরে জ্বর আছে কিনা
- -অন্য কোনো দীর্ঘমেয়াদী অসুস্থতা (যেমনঃ জন্মগত হৃদরোগ, এজমা, খিচুনি) আছে কিনা
- -ইতোপূর্বে অন্য কোনো টিকা প্রদানের পর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছিল কিনা
বিরূপ প্রতিক্রিয়ার লক্ষণ-
- শরীরে চুলকানিসহ লাল চাকা দেখা দেয়া
- পেটব্যথা, বমিভাব
- নাড়ির গতি বেড়ে যাওয়া, রক্তচাপ কমে যাওয়া
- ক্ষেত্রবিশেষে জ্ঞান হারানো।
লক্ষণগুলো শিক্ষকদের/অভিভাবকদের জানিয়ে দিতে হবে
বিরূপ প্রতিক্রিয়া দেখা দিলে-
- প্যারাসিটামল বড়ি/সিরাপ দিতে হবে।এন্টিহিস্টামিন যেমন ক্লোরফেনিরামিন বড়ি/সিরাপ দিতে হবে
- এরপরও নিয়ন্ত্রণে না এলে এড্রেনালিন দিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করতে হবে।
এড্রেনালিন ডোজ
- ৫-৬ বছর বয়সী - ০.১ মিলি (মাংসপেশীতে)
- ৬-১১ বছর বয়সী- ০.২ মিলি (মাংসপেশীতে)