Wellcome to National Portal

তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বহির্বিভাগ শনিবার হতে বৃহস্পতিবার পর্যন্ত (সরকারী ছুটির দিন ব্যতীত) খোলা থাকে। সীমিত পরিসরে ইমার্জেন্সি (জরুরি বিভাগ) চালু আছে, তবে রোগী ভর্তি রাখার কোনো ব্যবস্থা (ইনডোর/অন্তঃবিভাগ) নেই।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
৫-১১ বছর বয়সীদের ফাইজার-বায়োএনটেক ১ম ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানে অনুসরণীয় সতর্কতা
বিস্তারিত

৫-১১ বছর বয়সীদের ফাইজার ১ম ডোজ টিকা প্রদানে সতর্কতা

টিকা প্রদানের পূর্বে নিম্নলিখিত প্রশ্নগুলো করতে হবে-

  • -শরীরে জ্বর আছে কিনা
  • -অন্য কোনো দীর্ঘমেয়াদী অসুস্থতা (যেমনঃ জন্মগত হৃদরোগ, এজমা, খিচুনি) আছে কিনা
  • -ইতোপূর্বে অন্য কোনো টিকা প্রদানের পর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছিল কিনা

বিরূপ প্রতিক্রিয়ার লক্ষণ-

  •  শরীরে চুলকানিসহ লাল চাকা দেখা দেয়া
  •  পেটব্যথা, বমিভাব
  •  নাড়ির গতি বেড়ে যাওয়া, রক্তচাপ কমে যাওয়া
  •  ক্ষেত্রবিশেষে জ্ঞান হারানো। 

লক্ষণগুলো শিক্ষকদের/অভিভাবকদের জানিয়ে দিতে হবে


বিরূপ প্রতিক্রিয়া দেখা দিলে-

  • প্যারাসিটামল বড়ি/সিরাপ দিতে হবে।এন্টিহিস্টামিন যেমন ক্লোরফেনিরামিন বড়ি/সিরাপ দিতে হবে
  • এরপরও নিয়ন্ত্রণে না এলে এড্রেনালিন দিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করতে হবে।


এড্রেনালিন ডোজ

  • ৫-৬ বছর বয়সী - ০.১ মিলি (মাংসপেশীতে)
  • ৬-১১ বছর বয়সী- ০.২ মিলি (মাংসপেশীতে)


ডাউনলোড
প্রকাশের তারিখ
13/10/2022
আর্কাইভ তারিখ
13/10/2024